যুক্তরাজ্যের জনপ্রিয় টিকটকার আলি ওয়াকার (৪৩) ১১ আগস্ট নিজ এলাকার একটি পুকুরে মৃত অবস্থায় পাওয়া গেছেন। এই আকস্মিক মৃত্যু ঘিরে অনলাইনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তাঁর ভক্তদের মধ্যে কেউ কেউ দাবি করছেন, ওয়াকারের মৃত্যু ছুরিকাঘাতের পর হত্যাকাণ্ডের ফল, তবে পুলিশ এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, অনলাইনে গুজব ছড়িয়ে পড়েছে যে ইনফ্লুয়েন্সারকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তবে মৃতদেহ পরীক্ষা ও অনুসন্ধানের পর হত্যার কোনো নিদর্শন পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় ডুবুরি দল দ্বারা সকাল ৯টা ৪৫ মিনিটে। ওয়াকারকে ব্রিটিশ গণমাধ্যমে আলি কিংস্টন ইউনিভার্সিটি নামেও পরিচিত করা হয়। তিনি বিতর্কিত পর্নস্টার বনি ব্লুর সঙ্গে সম্পর্কের কারণে বেশি পরিচিত ছিলেন।
আলির টিকটক প্রোফাইলে প্রায় ৫০ হাজার ফলোয়ার ছিলেন এবং ২০২৫ সালের জুন পর্যন্ত তার ভিডিওগুলোতে মোট ১৪ লাখের বেশি লাইক পড়েছিল।
অনলাইন ডেস্ক/আর কে-০৭







