বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি আবারও আলোচনায়। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই সন্তানকে নিয়েই তার সংসার। ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুললেও তার ব্যক্তিগত জীবন ঘিরে ভক্তদের কৌতূহল কমছে না।
এক সময় সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে পরীমণির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়ায়। এমনকি পরীমণির মামলায় জামিনদারও হয়েছিলেন এই গায়ক। তবে কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর আসে। কিন্তু গেল ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছেলে পদ্মের জন্মদিনের অনুষ্ঠানে সাদীর উপস্থিতি দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তখন থেকেই তাদের সম্পর্ক আবার জোড়া লেগেছে কি না—এমন প্রশ্ন উঠতে থাকে।
সেই রেশ কাটতে না কাটতেই শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পরীমণি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে আবারও ভক্তদের মধ্যে জল্পনা ছড়ালেন। ছবিতে তাকে দেখা যায় সানগ্লাস পরে এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন, “কে সে?” আবার কেউ লিখেছেন, “পরবর্তী প্রেমিক তাহলে কে?” আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, “ভালোবাসাই শক্তি।”
উল্লেখ্য, প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা মনোভাবের জন্য বরাবরই আলোচিত পরীমণি। নতুন এই পোস্ট আবারও তার প্রেমজ জীবনকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল উসকে দিল।







