Thursday, November 6, 2025

যশোরের দুটি আসনের সীমানা পরিবর্তনের শুনানি আজ, ঢাকায় মানববন্ধনে যশোরবাসী

যশোরের দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত আবেদনের শুনানি আজ সোমবার সকালে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে ভোর থেকেই ঢাকার রাজপথে জড়ো হন যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে ‘যশোরবাসী’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বিএনপির সমর্থিত নেতাকর্মীরাও অংশ নেন। যদিও দলীয়ভাবে কোনো কর্মসূচি ছিল না, তারা ব্যক্তিগত উদ্যোগে সেখানে উপস্থিত হন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে বর্তমান ভৌগোলিক অবস্থার ভিত্তিতেই যশোরের ছয়টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে। শুধু ২০০৮ সালে অনির্বাচিত সরকারের সময় একবার ব্যত্যয় ঘটানো হয়েছিল। এখন আবার সেই অবস্থায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো পরিবর্তন যশোরবাসী মেনে নেবে না। প্রয়োজনে আইনগতভাবেও তারা প্রতিরোধ গড়ে তুলবেন।

এর আগে এ সংক্রান্ত আবেদনের খবর প্রকাশিত হওয়ার পর যশোর জেলায় বিক্ষোভের ঝড় ওঠে। যশোরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। পাশাপাশি জেলা বিএনপিও রাজপথে নামে। এ বিষয়ে ইতিমধ্যে সংবাদ সম্মেলন, বিক্ষোভ কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বিএনপি। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনগুলোর নিয়মিত মিছিল-সমাবেশও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল প্রধান নির্বাচন কমিশনার বরাবর যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা পরিবর্তনের লিখিত আবেদন করেন। আজ তারই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। দাবি-আপত্তির শুনানি শেষে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!