মোঃ মাসুদুর রহমান শেখ, যশোর: যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মোবারক বেপারী (৫৬)। তিনি শার্শা উপজেলার গোপীনাথপুর কাশিপুর গ্রামের মৃত ইমান আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের একটি টিম গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মোবারক বেপারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






