বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি তিন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, পতাকা উত্তোলন, সমাবেশ ও র্যালি, উপজেলা পর্যায়ে কর্মসূচি, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
যশোর জেলা বিএনপি ২৪ আগস্ট ২০২৫ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির ঘোষণা দিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির তালিকা:
৩১ আগস্ট ২০২৫, রবিবার – আলোচনা সভা।
স্থান: শিল্পকলা একাডেমী।
সময়: বিকাল ৪টা।
১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার –
প্রত্যুষে জেলার সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
বিকাল ৩টায় টাউন হল ময়দানে জেলা বিএনপির সমাবেশ ও র্যালি। এতে বিএনপির ১৬টি ইউনিট ও অঙ্গসহযোগী সংগঠন অংশ নেবে।
৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার –
জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি (স্ব-স্ব উপজেলায়)।
এছাড়া বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। এসবের বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যশোর জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।






