Thursday, November 6, 2025

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘায়ু কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে যশোর জেলা ছাত্রদল। আয়োজনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন এবং অমিতের সুস্থতা ও সফল রাজনৈতিক জীবনের জন্য মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান; সহ-সভাপতি বেনজির বিশ্বাস, খান মো. আলী রাজা; যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সাদ্দাম হোসেন, শরিফুল ইসলাম রিংকু, আরিফুজ্জামান সাগর, ওমর খসরু রুম্মন; সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক শিবলী হোসেন অমিত; প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্জ।

এছাড়া নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কাইসার ইস্তি; সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন; এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল হাসান; সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান; পলিটেকনিক কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রিফাত–সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দোয়া-মাহফিল শেষে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!