সাবেক মন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং বিএনপির ভাইস চেয়্যারমান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে যশোর বিএনপির তৃণমূল নেতা–কর্মীরা তাকে তারুণ্যের আইকন ও ভবিষ্যৎ কান্ডারী হিসেবে আখ্যায়িত করছেন।
শিক্ষাজীবনে তিনি যশোর সেক্রেড হার্ট জুনিয়র হাই স্কুল থেকে পড়াশোনা শুরু করেন। এরপর ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে বি.এসসি (অনার্স) ও এম.এসসি সম্পন্ন করেন। পরবর্তীতে নর্থ–সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে তিনি খুলনা বিভাগের বিএনপিকে নতুন গতিতে উজ্জীবিত করার জন্য ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের চোখে তিনি কর্মীবান্ধব, আপোষহীন ও রাজপথের পরীক্ষিত নেতা।
যশোর বিএনপির অনেক নেতাকর্মীই মনে করেন, আশির দশকে ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তরিকুল ইসলামের মতো দৃঢ় নেতৃত্বের প্রতিচ্ছবি পাওয়া যায় অনিন্দ্য ইসলাম অমিতের মাঝে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে তিনি হতে পারেন বিএনপির অন্যতম সম্ভাবনাময় প্রার্থী।
তার জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে অনেকে লিখেছেন— “যশোর বিএনপির আশা, তারুণ্যের প্রতীক অনিন্দ্য ইসলাম অমিত—আগামী দিনের রাজনীতির আলোকবর্তিকা।”






