Thursday, November 6, 2025

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “আওয়ামী লীগ দেশে রামরাজত্ব কায়েম করে নিজেদের দেশের মালিক-মোক্তার মনে করেছিল। আমরা জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই। তার জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের ব্যক্তিকে বেছে নেবে। জনগণের নির্বাচিত সরকারই তাদের সকল অধিকার প্রতিষ্ঠা করবে।”

শনিবার যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের হযরত গরীব শাহ সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে নার্গিস বেগম আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথিত জনপ্রতিনিধিরা অস্ত্রধারী ক্যাডারদের ঘেরাটোপে থাকতেন। সাধারণ মানুষের কাছে যাওয়ার সুযোগ ছিল না। অথচ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের মাঝেই থাকতেন, জনগণই তাদের নিরাপত্তা দিত। যারা মালিক-মোক্তার সেজে বসেছিল তারা এখন পালিয়ে থেকে জনগণের লোপাট করা টাকায় ভোগ-বিলাস করছে। জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কোনোভাবেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফিরে আসতে দেওয়া হবে না।”

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই: নার্গিস বেগমসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী ডা. তানিয়া বাশার। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন মদন, বিএনপি নেতা আকবর হোসেন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!