যশোরের ৬টি সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল যশোরের রাজপথ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার যশোর যুবদল ও ছাত্রদল গণমিছিল আয়োজন করে।
শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এম কে রোড, চৌরাস্তা মোড় ঘুরে আর এন রোড নতুন বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগকে বিলম্বিত করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে সীমানা পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে।
তারা বলেন, “নির্ধারিত সীমারেখায় দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে আসনভিত্তিক ভোটারদের মধ্যে একটি পরিবারের মতো ঐক্য, সম্প্রীতি ও বন্ধন তৈরি হয়েছে। সেই ঐক্য দ্বিধাবিভক্ত করার চেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না। জনমত উপেক্ষা করে যশোর সদর আসনের সীমানা পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, তা প্রতিহত করা হবে। প্রয়োজনে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে এ ধরনের জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন—জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাবভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।






