যশোরের সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় শহরের চার খাম্বার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘীর পাড়ের জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
বক্তারা বলেন, যশোরসহ দেশের সব আসনে বর্তমান সীমানা অক্ষুণ্ণ রাখতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যেকোনো অপচেষ্টা রুখে দিতে যশোরবাসী ঐক্যবদ্ধ রয়েছে। এছাড়া যশোরে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত আটকের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তফা আমির ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, সহ-সভাপতি বেনজির বিশ্বাস ও খান মো. আলী রাজা, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সাদ্দাম হোসেন, শরিফুল ইসলাম রিংকু, আরিফুজ্জামান সাগর, ওমর খসরু রুম্মন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শিবলী হোসেন অমিত, প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্জ, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কাইসার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল হাসান, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং পলিটেকনিক কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রিফাত প্রমুখ।






