Thursday, November 6, 2025

যশোরে নারী সমাবেশে নার্গিস বেগম: ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না

বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি; ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকারও নিশ্চিত করবো। যে ভোটাধিকার আদায়ের জন্য আমরা রক্তস্নাত পথ পাড়ি দিয়েছি, সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশ
বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশ

শহরের শংকরপুর মুরগি ফার্ম গেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ‘বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, প্রতিবারই নারীদের সুরক্ষা নিশ্চিত করেছে। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের মহিলাদের গুন্ডা বাহিনী বানিয়েছেন; বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েদের নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা আমাদের শক্তি যুগিয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল স্বীকার না করলেও বিএনপি সেই আন্দোলনে মহিলাদের অবদান স্বীকার করে। বিএনপি নারীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চায়।’

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী জাহানারা খাতুন লিনা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু এবং নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!