যশোরের ৬টি সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে যশোর জেলা ছাত্রদল।
আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।
জেলা ছাত্রদল নেতারা জানান, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি। এজন্য তারা যশোরসহ দেশের সব আসনে বর্তমান সীমানা অক্ষুণ্ণ রেখে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন।






