Thursday, November 6, 2025

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদুর রহমান শেখ: বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে যশোর–কোলকাতা প্রধান সড়কে বেনাপোল বাজার থেকে কাস্টম হাউস গেট পর্যন্ত একটি র‌্যালি বের করা হয়। দলীয় ব্যানার–ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে র‌্যালিটি বাজার এলাকা প্রদক্ষিণ করে।

পরে নূর শপিং কমপ্লেক্সের সামনে র‌্যালিটি পথসভায় রূপ নেয়। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ মো. মেহেরুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ মো. আক্তারুজ্জামান আক্তার, যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, সদস্যসচিব মো. রায়হানুজ্জামান দিপু এবং পৌর ছাত্রদলের তুহিন, সনি, মহসিন ও শাওন প্রমুখ।

বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরেন এবং আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!