Thursday, November 6, 2025

চৌগাছায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

চৌগাছা (যশোর) | বুধবার, ২০ আগস্ট ২০২৫: যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় ভাস্কর্য চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু বক্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানির রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলবদ্দিন খান, যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলেয়া বেগম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আইনবিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার রানা।

এছাড়া উপজেলা কৃষক দলের সভাপতি আজগার আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর ছাত্তার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান খান, শরিফুল ইসলাম, আরিফ হোসেন অপু, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, ছাত্র নেতা ইমরান নাজিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম এবং সদস্যসচিব জামাল উদ্দিনসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!