Thursday, November 6, 2025

কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেশবপুর (যশোর) | বুধবার, ২০ আগস্ট ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব বাবলু রানা বাবু সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুল ইসলাম সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্যসচিব ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ও আলামিন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!