Thursday, November 6, 2025

কোন ভাবেই গণতান্ত্রিক অভিযাত্রা ব্যহত হতে দেব না: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন, কোন ভাবেই গণতান্ত্রিক অভিযাত্রা ব্যহত হতে দেব না। রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছি। এই অর্জনকে নস্যাৎ করতে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে উস্কানী মূলক কথা বলা হচ্ছে। যার ফলে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। কোন ভাবেই ষড়যন্ত্রকারীদের সফল হতে দেব না। আমাদের লক্ষ্য হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। জনগণ যাদেরকে রায়ে দেবেন, তারাই আগামীতে দেশ পরিচালনা করবেন। সেই নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পাক আর না পাক দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সংগ্রাম অটুট থাকবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিতস অনুষ্ঠানে ৬০টি অস্বচ্ছল পরিবারের মাঝে এক বস্তা করে চাল উপহার হিসেবে প্রদান করা হয়।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতির করে, ক্ষমতার জন্য নয়। প্রতিটি সংকটে, সমস্যা, আনন্দ, বেনদনায় সব সময় জনগণের থেকে সেটি প্রমাণ করেছে। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। তাদের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক আদর্শ। সেই আদর্শের ধারাবাহিকতায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর লড়াই করে পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। সেই লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মীর জীবন দিয়েছেন। রক্তের সাগর পাড়ি দিয়েছি, কেবলমাত্র মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার জন্য। তাই আমরা চাই আগামীতে দেশের মালিক জনগণ ঠিক করবে কারা দেশ কারা পরিচালনা করবে। জনগণের স্বাধীন ভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ করে দিতে হবে। সেটির বাস্তব প্রতিফলন না হওয়া পর্যন্ত আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কোন ভাবেই চক্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্রের নতুন সুর্যোদয় করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সভাপত্বি করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!