যশোর নগর মহিলা দলের ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের রেলগেট পৌর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক তানিয়া ইয়াসমিন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন প্রমুখ। নারী সমাবেশে পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।






