যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের র্যালি পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, দেশবাসী যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী ঘোষিত সময়ে নির্বাচন দিতে হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সংগঠনের যশোর জেলা শাখার আয়োজনে আর এন রোড নতুন বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলে ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রক্তাক্ত পথ পাড়ি দিয়েছি। সেই ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। দেশে আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা প্রদান করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আর এন রোড, চৌরাস্তার মোড়, চিত্রা মোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।






