Thursday, November 6, 2025

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬০ পরিবারে চাল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৬০টি পরিবারের মাঝে উপহারস্বরূপ এক বস্তা করে চাল (২৫ কেজি) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণে কাজ করা এবং দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ অসহায় পরিবারগুলোর হাতে উপহারসামগ্রী তুলে দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!