Friday, December 5, 2025

বলিউডের বরেণ্য অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চার দশকেরও বেশি সময়জুড়ে অভিনয় জীবনে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত দুই ক্ষেত্রেই সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি।

তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।

২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের ভূমিকায় তার সংলাপ আরে, কেহনা ক্যা চাহতে হো আজও দর্শকের মনে রয়ে গেছে এবং জনপ্রিয় মিম হিসেবেও ব্যবহৃত হয়।

শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। তিনি ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি) তে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।

অভিনয়ে আসার আগে তার জীবন ছিল ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় অধ্যাপনা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর দীর্ঘ ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে দায়িত্ব পালন করে ১৯৯২ সালে অবসর নেন। মাত্র ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু করেই তিনি দর্শকের হৃদয়ে অমর হয়ে ওঠেন।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর