যশোরে বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন শহরের ষষ্ঠিতলা এলাকার পলাশ হোসেনের ছেলে গোলাম মোস্তফা সাব্বির এবং রেলগেট রায়পাড়া কয়লাপট্টির জাহাঙ্গীরের ছেলে জাকির হোসেন সাগর। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া বর্তমানে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তে উঠে আসে, আটককৃতরা গত বছরের ৪ আগস্ট বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছিলেন। ফলে তাদেরকে ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।






