Thursday, November 6, 2025

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে নারীর অধিকার নিশ্চিত হবে: কেন্দ্রীয় নেতা আজাদ

কেশবপুর প্রতিনিধি: দেশের ভেতরে ও বাইরে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। এর সঙ্গে দোসরদের চক্রান্তও শুরু হয়েছে, যা গণতন্ত্রকামী মানুষের জন্য বড় সতর্ক সংকেত। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে নারীদের অধিকার নিশ্চিত হবে।

১৭ আগস্ট বিকেলে কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্জ আবুল হোসেন আজাদ।

কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলউদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাসসহ আরও অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!