যশোরে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম। এর অংশ হিসেবে রবিবার বিকেলে সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার নূর ইসলাম, যুবদল নেতা কামরুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, বিএনপি নেতা রাজু মেম্বর, বদরুজ্জামান বাবলু, সিরাজুল ইসলাম সিরাজসহ অনেকে।
এসময় প্রধান অতিথি নতুন সদস্যদের হাতে প্রাথমিক সদস্যপত্র এবং পুরাতন সদস্যদের হাতে নবায়নপত্র তুলে দেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সদস্যপদ গ্রহণ করায় নবাগতদের ধন্যবাদ জানাই। এ কার্যক্রমের মধ্য দিয়েই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে।
এর আগে অধ্যাপক নার্গিস বেগম সদর উপজেলার শেখহাটি, উপশহর, পাঁচবাড়িয়া, হাসিমপুর, কাশিমপুর, রহেলাপুর ও মনোহরপুর ইউনিয়নে উপজেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন।






