ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এ দলের সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন প্রজন্মকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।






