বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদে এ আয়োজন করে ছাত্রদল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের জনগণ আবারও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






