২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। ফোক ঘরানার গান গেয়ে অল্প সময়েই তৈরি করেছিলেন নিজের ভক্তমহল। কিন্তু ক্যারিয়ার শুরু হতেই মারাত্মক অসুস্থতার মুখে পড়েন তিনি। চারবার স্ট্রোকের শিকার হয়ে একপ্রকার সরে আসেন সংগীত থেকে।
২০২০ সালেই দুইবার স্ট্রোক করেন রিংকু। বর্তমানে এক পা প্যারালাইজড হয়ে গেছে, হাঁটেন খুঁড়িয়ে। বসবাস করছেন নওগাঁর আত্রাই উপজেলার বড় সাওতার নিজ বাড়িতে। শারীরিক অসুস্থতার কারণে কথাবার্তায়ও এসেছে জড়তা।
সম্প্রতি নওগাঁ শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত মিউজিক ফ্যাস্টিভ্যাল ও বিজয় উৎসবে মঞ্চে ওঠেন এই গায়ক। তার অসুস্থ শরীরের মধ্যেও গাওয়া গান শুনে ভেঙে পড়েন অনেক ভক্ত। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
একজন লিখেছেন, চেষ্টা, কষ্ট, আবেগ, উৎসাহ, অনুপ্রেরণা ও ভালোবাসার আরেক নাম রিংকু। তিনি অসুস্থ, তবু দর্শক-শ্রোতাদের ভালোবাসা প্রমাণ হলো।” ভক্তরা মন্তব্যে জানিয়েছেন, তারা রিংকুর সুস্থতা কামনা করেন।
তবে রিংকুর আক্ষেপ ইন্ডাস্ট্রির মানুষরা স্বার্থপর। আমি অসুস্থ হওয়ার পর কেউ তেমন খোঁজ নেয়নি। ক্লোজআপ ওয়ানের বন্ধুরাও না।
তার এই কথাগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। একজন লিখেছেন, চারবার স্ট্রোক, ভেঙে যাওয়া স্বপ্ন— রিংকুর জীবনের গল্প যেন হাহাকারে ভরা।
তবুও আশাবাদী রিংকু। তিনি বলেন, আমি আগের চেয়ে কিছুটা ভালো। হয়তো আরও ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে আবার গানে ফিরতে পারব।
অনলাইন ডেস্ক/আর কে-০৬







