শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সতীঘাটা রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাজীব মাহমুদ ও ছাত্রবিষয়ক সম্পাদক হাসানুর রহমান সাকিল।
এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, মাসুদুর রহমান শামীম, জেলা মহিলা দলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ।
অনুষ্ঠান শেষে ওয়ার্ড বিএনপির নেতাদের হাতে সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। একইসঙ্গে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও উপজেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে অনুরূপ কার্যক্রম অনুষ্ঠিত হয়।






