Friday, December 5, 2025

প্রেক্ষাগৃহের পর এবার দীপ্ত প্লে-তে শাকিব খানের ‘তাণ্ডব’

কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর ঘরে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সামাজিকমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন শাকিব খান।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) শাকিব লিখেছেন, চরকি, হইচই-এর পর দীপ্ত প্লে-তে ‘তাণ্ডব’ আসছে। তিনি আরও জানান, প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা একসঙ্গে তিনটি বড় ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত! এই শো দেখতে ভুলে যেও না।

এর আগে গত ৭ আগস্ট চরকি ও হইচই-তে মুক্তি পায় সিনেমাটি।

‘তাণ্ডব’-এর গল্প আবর্তিত হয়েছে একটি টিভি চ্যানেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘিরে। স্বাধীন নামের এক যুবক হামলা চালিয়ে সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থদের জিম্মি করে তাদের মুখ থেকে অপকর্মের স্বীকারোক্তি আদায় করেন। গল্পের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলা, গুম, আয়নাঘর, সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য ও দুর্নীতির মতো ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন পরিচালক রাফী।

শাকিব খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু ও তারিক আনাম খান।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর