Friday, December 5, 2025

শাহরুখের প্রতিবেশী হচ্ছেন আমির, ৪ ফ্ল্যাটের ভাড়া কত

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় পালি হিলে ২৪ দশমিক ৫ লাখ রুপিতে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তারকা অভিনেতা আমির খান।

আমিরের ভাড়া নেওয়া ফ্ল্যাটগুলোর কাছাকাছি অস্থায়ী একটি বাড়িতে পরিবার নিয়ে থাকছেন তার সহশিল্পী শাহরুখ খানও।

সংবাদমাধ্যম নিউজ ১৮ আমিরের ফ্ল্যাট ভাড়া নেওয়ার খবর দিয়ে লিখেছে, ওই চারটি অ্যাপার্টমেন্টের ঠিকানা হল পালি হিলের নার্গিস দত্ত রোডে উইলনোমনা অ্যাপার্টমেন্টে।

আমিরের নতুন ফ্ল্যাট ভাড়ার কারণ আলোচনায় এসেছে।

কেউ কেউ বলছেন, বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। তবে আসল খবর হল আমির বর্তমানে যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেটাতে কিছু পুনর্নির্মাণের কাজ চলছে। তাই নতুন ফ্ল্যাট ভাড়া নিতে হয়েছে তাকে।

বলিউডি তারকাদের একটি বড় অংশ বাস করে মুম্বাইয়ের বান্দ্রায়। আমির এবং শাহরুখ ছাড়াও, এই এলাকায় সালমান খান, কারিনা কাপুর ও সাইফ আলি খান, রাণবীর কাপুর ও আলিয়া ভাট এবং রেখার মত তারকারা থাকেন।

এর মধ্যে দুইটি সিনেমায় আমির খানকে পেয়েছে দর্শকরা। গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে জামিন পার’। বিশ্বব্যাপী সিনেমাটি ১৬৭ কোটি রুপি আয় করেছে। এটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পার’ এর সিকুয়েল।

এছাড়া মুক্তি পাওয়া রজনীকান্তের ‘কুলি’ সিনেমায় অতিথি চরিত্রে পাওয়া গেছে আমিরকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর