ঢালিউড মেগাস্টার শাকিব খান গত ৯ জুলাই আগামী বছরের ঈদুল ফিতরের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। মাত্র চার দিন পরই তিনি উড়াল দেন মার্কিন মুলুকে। তখনই ভক্তরা ধরে নেন, হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করতেই ঢাকা ছেড়েছেন কিং খান। এবার সেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন তিনি।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক স্টোরিতে শাকিব জানান, তিনি কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নের ঘূর্ণিপাকে রয়েছেন। তার ভাষায়, এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা। নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।
যদিও তিনি স্পষ্ট করে জানাননি আমেরিকায় কোন সিনেমা নিয়ে ব্যস্ত, তবে ইঙ্গিত দিয়েছেন বড় চমক অপেক্ষা করছে। শাকিব লেখেন, বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়। এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি। যা হবে আগের চেয়ে আরও স্মরণীয় ও আইকনিক।
এদিকে নির্মাতা আসিফ আকবরের ‘মাসুদ রানা’ সিরিজের সিনেমায় শাকিব খানের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
উল্লেখ্য, আমেরিকায় যাওয়ার কিছুদিন পর সেখানে যান শাকিবের প্রাক্তন স্ত্রী শবনম বুবলী, সঙ্গে ছিলেন তাদের ছেলে শেহজাদ খান বীর। সম্প্রতি আমেরিকা থেকেই বাবা-ছেলের খুনসুটির ছবি ও ভিডিও শেয়ার করেছেন বুবলী।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







