Friday, December 5, 2025

আবারও আলোচনায় হিরো আলম ও রিয়া মনি: ডিভোর্সের সিদ্ধান্ত

সামাজিকমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম এবং তাঁর স্ত্রী রিয়া মনি। গতকাল (বুধবার) নিজের ফেসবুকে স্ত্রীর একটি ছবি পোস্ট করে হিরো আলম লেখেন, রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তাঁরা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রিয়া মনি গণমাধ্যমকে জানান, হ্যাঁ, আমরা কক্সবাজারে। আমি ও ম্যাক্স অভি একটি কাজে এসেছি। তবে ঢাকায় ফিরে হিরো আলমকে ডিভোর্স দেব।

হিরো আলমের অভিযোগের জবাবে রিয়া বলেন, তাঁর স্বামী প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তাঁর ভাষায়, আত্মহত্যার নাটক করার পর আমি তাঁর কাছে ফিরে গিয়েছিলাম। কিন্তু ফিরে গিয়ে দেখি, সে একটুও বদলায়নি। আগের মতোই আচরণ করছে।

রিয়ার দাবি, হিরো আলম একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখেছেন, অথচ তাকে এসব বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, কয়েকদিন আগে বগুড়ায় যাওয়ার কথা বলে সে ইতির কাছে গিয়েছে। আমার কাছে ভিডিও প্রমাণও আছে। কখনো মিথিলার কাছে যায়, কখনো ইতির কাছে। তাই সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স দেব।

মডেল ম্যাক্স অভিকে বিয়ে করার ইঙ্গিত দিয়ে রিয়া আরও বলেন, ডিভোর্সের পর হাতে তিন মাস সময় থাকবে। এই সময়ের মধ্যে অভিকে দেখে বুঝে সিদ্ধান্ত নেব—তাঁকে বিয়ে করব কি না।

উল্লেখ্য, সম্প্রতি হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন। বগুড়ার ধুনট উপজেলায় এক বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ সেবন করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হিরো আলমের অসুস্থতার খবর পেয়ে রিয়া মনি ছুটে গিয়ে তাকে ঢাকায় নিয়ে আসেন এবং তাকে ভালো রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে সেই সম্পর্ক এখন ভাঙনের দ্বারপ্রান্তে।

অনলাইন ডেস্ক/আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর