যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে ‘প্র্যাঙ্ক’ ভিডিওর জন্য পরিচিত টিকটকার হেস্টন কবকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ জুলাই টেম্প শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হেস্টনের বিরুদ্ধে চুরি ও অবৈধ অনুপ্রবেশসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় ‘হেস্টন জেমস’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর অভিযোগ অস্বীকার করেছেন। টেম্প পুলিশের ভাষ্যমতে, তিনি ও তার সঙ্গীরা টার্গেট স্টোরে কর্মচারীদের মতো পোশাক পরে ভেতরে প্রবেশ করেন এবং কর্মচারীদের জন্য নির্ধারিত এলাকায় ঢুকে পড়েন। একটি পুনঃআপলোড করা ভিডিওতে দেখা যায়, হেস্টন দাবি করছেন তাদের একটি বড় টিমকে স্টোরে সহায়তার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারই পোস্ট করা ভিডিওগুলোই গ্রেফতারের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে। গ্রেফতারের দুই দিন পর, ২৫ জুলাই জামিনে মুক্তি পান হেস্টন কব।
এদিকে তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলা হলেও ইউটিউবে তার ৭৮ হাজার এবং ইনস্টাগ্রামে ১২ লাখের বেশি অনুসারী রয়েছে। নিউজ ন্যাশনের তথ্যমতে, গ্রেপ্তারের আগে টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১৬ লাখ।
অনলাইন ডেস্ক/আর কে-০৭







