Friday, December 5, 2025

আমির খানের বাড়িতে হঠাৎ ২৫ আইপিএস অফিসার

বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে হঠাৎ হাজির হন ২৫ জন আইপিএস অফিসার। রোববার (২৭ জুলাই) তাঁদের এই আগমনের ভিডিও প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েন ভক্তরা, সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

তবে দ্রুতই আমির খানের টিম বিষয়টি পরিষ্কার করে জানায়, একটি আইপিএস অফিসারদের দল আমিরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাই তাঁদের আমন্ত্রণ জানিয়ে বাড়িতে ডাকা হয়।

এই ঘটনার পর গুঞ্জন ছড়ায়, মেঘালয়ে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ড নিয়ে সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। যদিও আমির নিজে তা অস্বীকার করেছেন। তবুও, ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি ঘটনাটি নিয়ে গভীরভাবে পড়াশোনা করছেন এবং প্রকল্পটি গোপন রাখছেন।

অনলাইন ডেস্ক/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর