Friday, December 5, 2025

বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র

সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের জীবনের বর্ণাঢ্য গল্প। বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিংবদন্তির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

ছবিটি পরিচালনা করছেন অ্যান্টইন ফুকুয়া এবং চিত্রনাট্য লিখেছেন জন লোগান। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফর জ্যাকসন, যিনি প্রয়াত কাকার জীবনের প্রতিটি বাঁক—উত্থান-পতন, সাফল্য, সংগ্রাম ও সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসা—নিঁখুতভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন।

বায়োপিকটি প্রযোজনা করছেন ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-খ্যাত প্রযোজক গ্রাহাম কিং। এতে মাইকেলের তারকাখ্যাতি অর্জনের যাত্রা, ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝঞ্ঝা এবং ‘পপ কিং’ হয়ে ওঠার সম্পূর্ণ পথচলা তুলে ধরা হবে।

প্রথমে ছবিটি ২০২৫ সালের অক্টোবরে মুক্তির কথা থাকলেও, পরবর্তীতে কিছু অংশ পুনঃচিত্রায়ণ ও সম্পাদনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়। একসময় দুই পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও, এখন এটি একটি পূর্ণাঙ্গ একক ছবি হিসেবেই মুক্তি পাচ্ছে।

জ্যাকসনের ভক্তদের জন্য এই ছবি নিঃসন্দেহে এক বিশেষ উপহার, যেখানে তারা পাবেন তাদের প্রিয় তারকার জীবনের অনেক অজানা অধ্যায়ের অন্তর্জ্ঞান।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর