হেভি মেটালের ‘প্রিন্স অব ডার্কনেস’ খ্যাত ওজি ওসবার্ন আর নেই। মঙ্গলবার (২২ জুলাই) রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবারের পক্ষ থেকে সিবিএস নিউজকে পাঠানো এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসায় বেষ্টিত ছিলেন।
তবে তার মৃত্যুর কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি। পরিবার শুধু অনুরোধ জানিয়েছে যেন এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হয়।
ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী ওসবার্ন হেভি মেটাল ঘরানাকে জনপ্রিয় করে তুলেছেন। ‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’-এর মতো গান তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। মাত্র তিন সপ্তাহ আগেই নিজের শহর বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে গান করেন তিনি। সেই কনসার্টে উপস্থিত ছিলেন মেটালিকা, গানস এন’ রোজেসসহ আরও অনেক রক লিজেন্ড।
২০১৯ সালে এক দুর্ঘটনায় আহত হওয়ার পর ২০২০ সালে ওসবার্ন জানান, তিনি পারকিনসন্স রোগে ভুগছেন। স্নায়ুতন্ত্রের এই রোগ সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়ে ওঠে।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







