চিত্রনায়িকা কবরীর মিষ্টি হাসির প্রেমে পড়েননি, এমন দর্শক খুঁজে পাওয়া ভার। বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি ‘মিষ্টি মেয়ে’ নামে। তার জনপ্রিয়তা মাপার কোনো পরিমাপক নেই।
আজ ১৯ জুলাই, কিংবদন্তি অভিনেত্রী কবরীর জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব।
১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন প্রচারিত হবে কবরী অভিনীত একটি করে সিনেমা—১৯ জুলাই মাসুদ রানা, ২০ জুলাই বধূ বিদায়, ২১ জুলাই বিনিময়।
শুধু চলচ্চিত্র নয়, তার স্মৃতিকে ঘিরে থাকছে আরও কিছু বিশেষ অনুষ্ঠান।
২০ জুলাই বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে কিউট সাময়িকী, যেখানে দেখানো হবে কবরীর জীবনের শেষ সাক্ষাৎকার। উপস্থাপনায় রয়েছেন আবদুর রহমান।
২১ জুলাই দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে অভিনেত্রীর পঞ্চাশ বছর—অভিনেত্রী মৌসুমীর উপস্থাপনায় কবরীর পাঁচ দশকের অভিনয়জীবনের স্মৃতিচারণা। পরিচালনায় আছেন আবদুর রহমান।
তিন দিনব্যাপী চলবে কবরীর সিনেমার গান নিয়েও বিশেষ সম্প্রচার।
কিশোরী বয়সে সুভাষ দত্তের ‘সুতরাং’ (১৯৬৪) সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন কবরী, যার প্রকৃত নাম ছিল মীনা পাল। এরপর ‘সারেং বউ’, ‘সুজন সখী’, ‘দুই জীবন’, ‘দেবদাস’, ‘আমার জন্মভূমি’, ‘রংবাজ’, ‘পারুলের সংসার’, ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘লালন ফকির’, ‘অবাক পৃথিবী’, ‘সাধারণ মেয়ে’, ‘স্মৃতিটুকু থাক’, ‘বেইমান’, ‘চোরাবালি’-সহ বহু কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।
অনলাইন ডেস্ক/আর কে-০৬







