বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বয়স যেন কেবল একটা সংখ্যা। এবার ৪৪ বছর বয়সী কারিনা কাপুর খানকে দেখা যাবে ২০ বছরের এক তরুণ নায়কের সঙ্গে রোমান্স করতে! চরিত্রের প্রয়োজনে থাকছে খোলামেলা দৃশ্যও। এই অপ্রত্যাশিত জুটি ও সাহসী চরিত্র ঘিরে ইতোমধ্যেই বলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, আসন্ন একটি ভৌতিক সিনেমায় এক অনন্য ভূতের চরিত্রে অভিনয় করবেন কারিনা। চিত্রনাট্যে রয়েছে ভিন্নমাত্রার চমক, যা নাকি বলিউডের সাধারণ ভূতের গল্পের ধারা ভেঙে দেবে। ছবির গল্প লিখেছেন ‘ব্রহ্মাস্ত্র ১’-এর চিত্রনাট্যকার হুসেইন দলাল। তবে ছবির নাম বা তরুণ অভিনেতার নাম এখনো প্রকাশ হয়নি।
এদিকে বয়সের ব্যবধান ঘিরে বলিউডে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। এই ছবিতে তাঁর নায়িকা ১৮ বছরের সারা অর্জুন। রণবীরের বয়স এখন ৩৮। সমালোচনার মুখে পড়েছিলেন সালমান খানও, ‘সিকান্দর’-এ রাশমিকা মান্দানার সঙ্গে অভিনয়ের কারণে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খান, ‘সিতারে জ়মিন পর’-এ জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বাঁধায়।
তবে কারিনা কাপুর খান তার অভিনয়ের শক্তি আর স্টারডমে আগেও নানা বয়সের নায়কের সঙ্গে পর্দা শেয়ার করেছেন। এবার ভৌতিক গল্পের এই সাহসী চরিত্রে তিনি কতটা চমক দিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।







