গত ৬ জুলাই মুক্তি পেয়েছে বলিউড তারকা রণবীর সিং অভিনীত আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম লুক। পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। তবে এবার ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—শুটিং সেটে উড়ছে পাকিস্তানের পতাকা। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। প্রশ্ন উঠেছে, সিনেমার সেটে পাকিস্তানি পতাকা কেন?” কেউ কেউ কটাক্ষ করে বলছেন, “বলিউডের পরিবেশ একেবারেই নষ্ট হয়ে গেছে!
যদিও অনেকেই মনে করছেন, সিনেমার কাহিনির প্রয়োজনেই ব্যবহার করা হয়েছে পাকিস্তানের পতাকা। ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভ এক সাক্ষাৎকারে বলেন, পরিচালক আদিত্য খুব খুঁতখুঁতে। তিনি চেয়েছিলেন পাকিস্তানের অলিগলি বা রাস্তাগুলোর মতো নিখুঁত পরিবেশ তৈরি হোক। তাই থাইল্যান্ডে ৬ একর জমির ওপর তৈরি করা হয়েছে এক টুকরো পাকিস্তান।
এই সেট নির্মাণে নিয়োজিত ছিলেন ১৫ জন শ্রমিক, যারা প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করে তৈরি করেন বিশাল এই দৃশ্যপট।
‘উরি’-খ্যাত পরিচালক আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপাল।
সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ৫ ডিসেম্বর।
অনলাইন ডেস্ক/আর কে-০৮







