বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জনসমক্ষে যৌন হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। একসময় শিশু শিল্পী হিসেবে ‘চাচী ৪২০’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেত্রী জানান, তিনি জনসমক্ষে এক ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন।
ফাতিমার ভাষায়, একবার এক ব্যক্তি আমাকে খুব খারাপভাবে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সে পাল্টা আমাকে মারলে আমি রাস্তায় পড়ে যাই। আমি তাকে ছুঁড়েছিলাম কারণ সে আমাকে অশোভনভাবে স্পর্শ করেছিল, কিন্তু সে সেটা সহ্য করতে পারেনি।
এই ঘটনার পর থেকে আরও বেশি সতর্ক হয়েছেন বলে জানান তিনি। বলেন, ওই ঘটনার পর বুঝতে শিখেছি—এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। কত অদ্ভুত! আমাদের সঙ্গেই অন্যায় হচ্ছে, তবু ভাবতে হয়, কীভাবে প্রতিক্রিয়া জানাব!
সাক্ষাৎকারে আরও একটি অভিজ্ঞতা ভাগ করে নেন ফাতিমা। করোনাকালে মাস্ক পরে সাইকেল চালানোর সময় মুম্বইয়ের রাস্তায় এক টেম্পোচালক তাঁর পিছু নেয়। ফাতিমার ভাষায়, তিনি অদ্ভুত শব্দ করছিলেন এবং আমার বাড়ির গলিতেও পিছু নিয়েছিলেন।
২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় ভারতীয় কুস্তিগীর গীতা ফোগাটের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ফাতিমা মূলধারার পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেমায় অভিনয় করে নিজেকে বলিউডের প্রতিভাবান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
অনলাইন ডেস্ক/আর কে-০৭







