Friday, December 5, 2025

হৃতিকের ‘ওয়ার টু’ ছবির মুক্তির আগেই গড়লো অনন্য রেকর্ড

হৃতিক রোশনের ব্লকবাস্টার হিট ছবি ‘ওয়ার’ মুক্তির ছয় বছর পর আসছে এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। এবারের ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার জুনিয়র এনটিআর।

ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ওয়ার টু’, আর মুক্তির আগেই ছবিটি গড়ে ফেলেছে এক অনন্য রেকর্ড—যা আগে কোনো ভারতীয় ছবি করতে পারেনি।

২০০ কোটি টাকার বাজেটের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলার মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে ৭ হাজার ৫০০টি স্ক্রিনে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বব্যাপী কোনো ছবি মুক্তির ঘটনা এই প্রথম। বিশাল এই মুক্তিই ইঙ্গিত দিচ্ছে যে, বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত ‘ওয়ার টু’।

যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি, যিনি ইতোমধ্যে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ওয়ার’-এর সাফল্যের পর দর্শকের প্রত্যাশাও বেড়ে গেছে কয়েক গুণ।

উল্লেখ্য, হৃতিক রোশন বছরে কম ছবি করলেও, তার প্রতিটি কাজই দর্শকদের কাছে বিশেষ। ২০২৫ সালেও তিনি ভক্তদের জন্য বড় চমক হয়ে উঠতে চলেছেন। অন্যদিকে, ‘ওয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের, যা ছবিটিকে আরও বহুগুণ আকর্ষণীয় করে তুলেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ওয়ার’ ছবিটি ভারতে আয় করেছিল ৩০০ কোটি এবং আন্তর্জাতিকভাবে ১৭৫ কোটি টাকা—মোট আয় দাঁড়িয়েছিল ৪৭৫ কোটি টাকায়।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর