Thursday, July 17, 2025

রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’

রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরও একটি সিনেমা— ‘মাস্তুল’। এর আগে এই উৎসবে নির্বাচিত হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’।

সিনেমাটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান নিশ্চিত করেছেন, ‘মাস্তুল’ থাকছে মূল প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ নামক বিশেষ বিভাগে, যেখানে মানবতাবাদ ও সহমর্মিতার গল্পগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিভাগে নির্বাচিত ১০টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মাস্তুল’।

‘মাস্তুল’ চলচ্চিত্রে উঠে এসেছে জলে ভাসমান জাহাজিদের জীবনকাহিনি। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। শুধু কাজান নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে সিনেমাটি।

এদিকে, ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। এক জোড়া কবুতর ও গ্রামীণ শৈশব স্মৃতিকে ঘিরেই এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে।

অন্যদিকে, ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেলস রালিস। এতে ১২ বছরের এক সাহসী মেয়ে আফরিনের বাস্তব গল্প তুলে ধরা হয়েছে, যার বসবাস ব্রহ্মপুত্রের এক প্রত্যন্ত দ্বীপে। আকস্মিক বন্যার পর জলবায়ু উদ্বাস্তু হয়ে সে বাবাকে খুঁজতে বের হয়। এতে অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার ও ফিরোজা বেগম।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর