Thursday, July 17, 2025

চলে গেলেন উপমহাদেশে ঝড় তোলা ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি

২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ দিয়ে গোটা উপমহাদেশে ঝড় তুলেছিলেন শেফালি জারিওয়ালা। কোমর দুলিয়ে লাখো দর্শকের মন জয় করেছিলেন তিনি। এবার এল মন খারাপের খবর—চলে গেলেন এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক মাধ্যমে শেফালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালের রিসেপশন কর্মীর বরাত দিয়ে তিনি লেখেন, শেফালিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জানান, তিনি আগেই প্রাণ হারিয়েছেন। পরে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লুলাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ হয়নি।

ক্যারিয়ারের শুরুতে মডেলিংয়ে যুক্ত ছিলেন শেফালি জারিওয়ালা। তিনি প্রায় ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। বলিউডে তার অভিষেক ঘটে ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রের মাধ্যমে।

ব্যক্তিগত জীবনেও নানা উত্থান-পতনের ভেতর দিয়ে গেছেন তিনি। ২০০২ সালে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও, সেই সম্পর্ক টেকেনি। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদ করেন শেফালি।

এরপর বেশ কিছুদিন আড়ালে ছিলেন। ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। দুজনে একসঙ্গে ‘বিগ বস ১৩’ তেও অংশ নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর