Thursday, July 17, 2025

আত্মহত্যার চেষ্টায় হাসপাতালে হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

জানা গেছে, শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসে তিনি ঘুমের ওষুধ গ্রহণ করেন। পরবর্তীতে তার বন্ধু তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, হিরো আলম ঘুমের ওষুধ সেবনের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে হিরো আলম নাট্যকার বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে আসেন। সেখানে ব্যক্তিজীবনের কিছু হতাশা ও মানসিক চাপের কথা তিনি বন্ধুকে জানান। পরদিন সকালে হিরো আলমকে অচেতন অবস্থায় পাওয়া গেলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়।

তবে এ বিষয়ে এখনো হিরো আলমের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুরোধ রইল, ব্যক্তি জীবনের যেকোনো সংকটে আমরা যেন একজন মানুষকে সহানুভূতির চোখে দেখি এবং দায়িত্বশীল আচরণ করি। মানসিক স্বাস্থ্য বিষয়ে কারও সহায়তা প্রয়োজন হলে, যথাযথ চিকিৎসা বা পরামর্শ গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর