ভালোবাসার কাছে হার মানতে বাধ্য গোটা বিশ্ব। কেউ ভালোবেসে হয়েছেন নিঃস্ব, কেউ পেয়েছেন স্বর্গের সুখ। কিন্তু ভালোবাসা কোনো হিসাব-নিকাশের বিষয় নয়। সময়ের সঙ্গে চুলে পাক ধরলেও হৃদয়ের গভীরে জ্বলে থাকা ভালোবাসার আগুন নিভে না কখনো। যিনি ভালোবাসার মূল্য দিতে জানেন, তাঁর কাছে সম্পর্কের নামের চেয়ে অনুভবটাই বড়।
এমনই এক ব্যতিক্রমী ভালোবাসার নজির গড়েছেন ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী। কোনো সামাজিক বা ধর্মীয় রীতিনীতি ছাড়াই একসঙ্গে কাটিয়েছেন জীবনের ৭০টি বছর। তাদের আটটি সন্তানের জন্ম হলেও এতদিন কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি।
শেষ পর্যন্ত জীবনের শেষ প্রান্তে এসে গত ৮ জুন ঢাকঢোল পিটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন এই বৃদ্ধ দম্পতি। রাজস্থানের ঐতিহ্য মেনে তাদের বিয়ের আয়োজন করেন নাতি-নাতনিরা। রামাভাই ও জিওয়ালির আট সন্তানের মধ্যে বেশির ভাগের বয়স ৫০-এর ওপরে। এমনকি অনেক নাতি-নাতনিও ইতিমধ্যে সংসারী।
নবদম্পতির এক ছেলে কান্তিলাল খারারি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বাবা-মা যখন বিয়ের সিদ্ধান্ত নিলেন, তখন আমরা কেউই আপত্তি করিনি। তাদের আনন্দেই আমাদের আনন্দ। বিয়ের অনুষ্ঠানে পুরো গ্রাম উপস্থিত ছিল।’
ভালোবাসা যে নামের অপেক্ষা করে না, সে কথাই যেন নতুন করে প্রমাণ করলেন রামাভাই ও জিওয়ালি দেবী। তাদের জীবনের এই মধুর পরিণতি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়ে।
অনলাইন ডেস্ক