ধর্ষণ মামলায় আটক আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী ইডেন কলেজের এক সাবেক ছাত্রী জেলহাজতেই রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিবাহ করতে সম্মত হয়েছেন। আদালতের নির্দেশে তাদের এই বিয়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে কারা কর্তৃপক্ষকে।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী বিয়ের অনুমতির জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছে এবং বর্তমানে তারা পরস্পরকে বিয়ে করতে ইচ্ছুক। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৯ মে রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, বাদী ও নোবেলের পরিচয় ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়। ২০২৪ সালের ১২ নভেম্বর বাদীকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে গিয়ে নোবেল তাকে ধর্ষণ করেন। এরপর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে সাত মাস ধরে বন্দি রাখেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে নোবেলকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধারের ব্যবস্থা করেন। পুলিশের অভিযানে তাকে উদ্ধার করা হয় এবং প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার হন নোবেল।
অনলাইন ডেস্ক