সিনেমা দেখার আগে মনটা খানিকটা খারাপ হয়েছিল। কারণ, শুনলাম কোটি টাকার বাজেটের সিনেমা ‘তাণ্ডব’ নাকি পাইরেসি হয়েছে। দর্শকরা যদি হলমুখী না হয়ে মোবাইলে ফ্রি দেখে নেন, তাহলে বড় পর্দায় সিনেমা দেখার স্বার্থকতা কোথায়? পাইরেসির মতো অন্যায় কাজের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সিনেমা সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়া দরকার।
যা হোক, সিনেমা দেখার অভিজ্ঞতায় আসি। পরিবারসহ ১০ জনের টিম নিয়ে গেলাম মিরপুর সনি সিনেপ্লেক্সে। ভেবেছিলাম, পাইরেসির কারণে দর্শক কম হবে। কিন্তু হলে গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। ১ নম্বর থিয়েটারে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ দেখতে উপচে পড়া ভিড়।
সিনেমার শুরুতে টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হঠাৎ হামলা, মন্ত্রীকে গুলি, শাকিবের মুখোশ খুলে ঘোষণাঃ “লেটস বিগিন দ্য শো!”। শুরু থেকেই দর্শক টানটান উত্তেজনায়। শাকিব খান দুর্ধর্ষ সন্ত্রাসী ‘মিখাইল’ চরিত্রে নতুন এক শাকিবকে উপহার দিয়েছেন। জয়া আহসানের সাংবাদিক চরিত্রও ছিল মনে রাখার মতো। সাবিলা নূরের শাকিবের প্রেমিকার চরিত্রে প্রথম বাণিজ্যিক সিনেমার অভিষেক বেশ ভালো লেগেছে।
শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, গাজী রাকায়াত, এফ এস নাঈম প্রত্যেকে চরিত্রে প্রাণ দিয়েছেন। আফরান নিশো (মাসুদ) ও সিয়াম আহমেদের ছোট উপস্থিতিও হাততালি কুড়িয়েছে। ওয়ান টেক শট, বিশেষ করে চ্যানেলের ভেতরে ও আয়রন সেল পালানোর দৃশ্য ছিল প্রশংসনীয়।
আরাফাত মহসীনের আবহসংগীত পুরো সিনেমায় উত্তেজনা ধরে রেখেছে। ‘খবর দে’, ‘লিচুর বাগানে’ বা ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’ গানগুলোও দর্শক পছন্দ করেছেন।
সিনেমার শেষের অংশ দর্শকদের মনে গেঁথে যাবে বহুদিন। একের পর এক চমক দেখিয়ে রায়হান রাফি আবারও প্রমাণ করলেন, তিনি ভিন্ন ঘরানার গল্প বলতে পারেন।
সিনেমা: তাণ্ডব
ধরন: অ্যাকশন, থ্রিলার
রানটাইম: ২ ঘণ্টা ৯ মিনিট
পরিচালক: রায়হান রাফি
চিত্রনাট্য: রায়হান রাফি, আদনান আদিব খান
অভিনয়: শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
অনলাইন ডেস্ক







