কোরবানি ঈদের সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ নিয়ে শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনার শেষ নেই। কিন্তু মন খারাপ করা খবর হলো, পাইরেসির কবলে পড়েছে ছবিটি।
মুক্তির পর থেকে ‘তাণ্ডব’-এর বিভিন্ন অংশের ছোট ছোট ভিডিও ক্লিপ ফাঁস হতে থাকে। এতে সামাজিক মাধ্যমে অনেকেই প্রযোজনা সংস্থার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এবার পুরো ছবিটিই পাইরেসির শিকার হয়েছে। বর্তমানে অনলাইনে দেখা যাচ্ছে সিনেমাটি।
বিষয়টি নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। ছবির পরিচালক রায়হান রাফী-কে ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।
ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় ‘তাণ্ডব’। শুধু সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন ছবিটির ৪৬টি শো হচ্ছে। এমন সময়ে পাইরেসির ঘটনায় চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ফেসবুক গ্রুপে হতাশা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা।
ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজনায় রয়েছে চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
অনলাইন ডেস্ক







