রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা বৃদ্ধ রইস উদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কান্নার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—জাল টাকার বান্ডেল হাতে হাটেই অঝোরে কাঁদছেন তিনি।
রইস চাচার এই কান্না নাড়িয়ে দিয়েছে লাখো মানুষের হৃদয়। ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহানুভূতির হাত বাড়ানো হয়। এবার সেই মানবিক উদ্যোগে যুক্ত হলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।
তিনি জানান, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মাধ্যমে তিনি রইস উদ্দিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রইস চাচার ওমরাহ করার ইচ্ছা থাকায়, সেই ইচ্ছা পূরণে সব খরচ তিনি বহন করবেন বলে জানান অপু।
অভিনেত্রীর ভাষায়— ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম। জানতে পারলাম, তিনি গরু বিক্রি করে জাল টাকা পেয়েছেন। তার কষ্ট আমাকে খুব নাড়া দেয়। পরে খোঁজ নিয়ে দেখি, একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা জানায়, গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে। এরপর তারা বলেন, রইস চাচার ইচ্ছা ওমরাহ করতে যাওয়া। আমি তখনই সিদ্ধান্ত নেই, তার ওমরাহর সব খরচ আমি দেব।
তবে রইস উদ্দিন যদি এই মুহূর্তে ওমরাহ করতে না চান, সেক্ষেত্রে তাকে নগদ ৫০ হাজার টাকা দেওয়ার কথাও জানান অপু বিশ্বাস। সেই টাকা দিয়ে তিনি নতুন করে গরু কিনতে পারবেন অথবা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।
অপু বিশ্বাস বলেন, তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার মেয়ে হতাম, তাহলে নিশ্চয়ই এমন কিছুই করতাম। আমি চাই তিনি আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করুন—এটাই বড় পাওয়া।
উল্লেখ্য, গত ৫ জুন রইস উদ্দিন দিয়াবাড়ি হাটে তার গরুটি বিক্রি করেন ১ লাখ ২৩ হাজার টাকায়। পরে বুঝতে পারেন, পুরো টাকাই জাল। প্রতারণার শিকার হয়ে হাটের মাঝেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
অনলাইন ডেস্ক