Friday, December 5, 2025

ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে ‘তাণ্ডব’—শাকিবের রাজত্বে নিশো-সিয়ামের চমক

ঈদ মানেই এখন প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজত্ব। এবারের ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’ সেই ধারাকেই যেন আরও শক্তিশালী করেছে। মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল, প্রতিটি শো-ই প্রায় হাউজফুল। শাকিব খানের সঙ্গে আরও চমক দিয়েছেন জনপ্রিয় দুই অভিনেতা আফরান নিশো ও সিয়াম আহমেদ—যাদের ক্যামিও উপস্থিতি নিয়েও চলছে আলোচনা।

সামাজিক মাধ্যমে চলছে মেগাস্টার শাকিব বন্দনা, সঙ্গে যোগ হয়েছে নিশো-সিয়ামের প্রশংসাও। ভিন্নধর্মী লুক, সংলাপ আর অ্যাকশন দিয়ে শাকিব খানের চরিত্র দর্শকদের মন কাড়লেও, অনেকেই বলছেন—ক্যামিওতে ‘মেনস অফ দ্যা ম্যাচ’ হয়ে গেছেন নিশো-সিয়াম!

এদিকে ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে শো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছবির পরিচালক রায়হান রাফী শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, “সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চলছে, তেমনি সিনেপ্লেক্সের প্রতিটি শাখাতেও হাউজফুল যাচ্ছে শো। এমনকি সিনেপ্লেক্সে দর্শকের চাপ পড়ে গেছে সিঙ্গেল স্ক্রিনের মতো। ঈদের প্রথম তিন দিনের প্রায় সব অগ্রিম টিকিট শেষ।”

ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, “১৩৯টি হলের মধ্যে ১৩৩টিতে ছবিটি মুক্তি পেয়েছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ছিল ২৮টি শো, দ্বিতীয় দিন থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৩৫টি। এই সাড়া অব্যাহত থাকলে ‘তাণ্ডব’ হতে পারে সিনেপ্লেক্স ইতিহাসের সর্বোচ্চ শো সংখ্যার ছবি।”

শাকিব, নিশো, সিয়াম ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, ডা. এজাজ, রোজী সিদ্দিকী ও এফএস নাঈম। এটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ-প্রযোজনায় চরকি এবং সহযোগিতায় দীপ্ত। ঈদের আনন্দে এখন বাংলা সিনেমার এক নতুন উত্তরণ পর্বের নাম—‘তাণ্ডব’।

অনলাইন ডিস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর