Friday, December 5, 2025

কানে বিশেষ স্বীকৃতি বাংলাদেশের ‘আলী’ সিনেমার: কিং খানের প্রশংসা

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এই ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পেয়েছে “স্পেশাল মেনশন” বা বিশেষ উল্লেখ। শনিবার উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা আসে।

এই অর্জনে দেশের বিনোদন অঙ্গনের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন ‘আলী’ টিমকে। ঢালিউড সুপারস্টার শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম “আলী”।’ জবাবে পরিচালক আদনান আল রাজীব মন্তব্য করেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

‘আলী’ প্রদর্শিত হয় গত শুক্রবার। স্বীকৃতি পাওয়ার পর আদনান ফেসবুকে লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ, কান চলচ্চিত্র উৎসব।’ প্রদর্শনীর আগে কান থেকেই প্রথম আলোকে তিনি বলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে।’

আদনান জানান, উপকূলীয় এক শহরে নারীদের গান গাইতে না দেওয়ার প্রেক্ষাপটে নির্মিত সিনেমার কিশোর চরিত্র ‘আলী’ গান গেয়ে শহরে যেতে চায়। তবে গান গাওয়ার পেছনে রয়েছে এক রহস্য। নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।

সিনেমাটি নির্মিত হয়েছে ‘ক্যাটালগ’ নামের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, যেটি আদনান, তানভীর (বাংলাদেশ) এবং আরও দুই ফিলিপিনো নির্মাতা মিলে গড়েছেন। শুটিং হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে, সিলেটের বিভিন্ন লোকেশনে, টানা পাঁচ দিন ধরে।

আদনান বলেন, ‘আমরা কখনোই ভাবিনি সিনেমাটি কানে যাবে। শুধু ভেবেছিলাম একটি সত্যিকারের গল্প বলব। কারণ আমি বিশ্বাস করি, সত্য বলা হলে সবাই তা অনুভব করতে পারে।’

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর